Saturday, April 11, 2020

4 ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়াল বাংলাদেশ

     ১। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান গ্রন্থটি কে সম্পাদন করেন?
ক) মুহম্মদ শহীদুল্লাহ খ) মোতাহের হোসেন চৌধুরী গ) হুমায়ুন আজাদ ঘ) সিকান্দার আবু জাফর
২।
নিচের কোন পত্রিকাটি মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় বের হতো?
ক) আঙুর খ) কবিতা
গ) প্রগতি ঘ) শিখা
৩। Proletariat সাহিত্য বলতে লেখক কোন ধরনের সাহিত্যকে বোঝাতে চেয়েছেন?
ক) ভ্রমণকাহিনি
খ) গ্রামীণ জীবন ইতিহাস
গ) অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য ঘ) মুক্তিযুদ্ধ অবলম্বনে প্রামাণ্যচিত্র
৪। প্রাচীন ভারতের প্রখ্যাত মহিলা জ্যোতিষী কে?
ক) মদিনা বিবি
খ) রোঁমা রোঁলা
গ) মহুয়া
ঘ) খনা
৫। ‘নাচতে না জানলে উঠান বাঁকা’—এটি কী?
ক) প্রবাদ খ) ডাক
গ) গল্প ঘ) খনার বচন
৬। আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়াবাংলা ঘর তুলতে—এ মন্তব্যের মধ্য দিয়ে লেখক কোনটিকে গুরুত্ব দিয়েছেন।
ক) বিদেশি সাহিত্য খ) পল্লিসাহিত্য
গ) শহুরে সাহিত্য
ঘ) পল্লি ও শহুরে উভয় সাহিত্য
৭। রোঁমা রোঁলা কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন?
ক) কাজল রেখার খ) মহুয়ার
গ) মদিনা বিবির ঘ) বেহুলার
৮। ‘জাঁ ক্রিস্তক’ গ্রন্থের রচয়িতা কে?
ক) রোঁমা রোঁলা
খ) শেকসপিয়ার
গ) বায়রন
ঘ) মিল্টন
৯। খনার বচনে প্রাধান্য পাওয়া যায় কোনটির?
ক) পাপ-পুণ্যের খ) আয়-ব্যয়ের
গ) চরিত্রের
ঘ) কৃষি ও জলবায়ুর
১০।
Floklore Society কী?
ক) নতুনদের সমাজ খ) বিদ্বানদের সমাজ গ) ফকিরদের সমাজ ঘ) শহরের সমাজ
১১। সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার কোনটি?
ক) সাহিত্যবিষয়ক আলোচনা খ) লোকসাহিত্য বিষয়ক সাহিত্য
গ) লোকসাহিত্যের পরিচিতি ঘ) লোকসাহিত্যের মূল্যায়ন
১২। আজ অনেকের আত্মা ইট-পাথর ও রোলার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে—এ কথার মানে কী?
ক) শহরের মানুষ গ্রামের প্রতি আকৃষ্ট হচ্ছে খ) শহরবাসীরা পল্লিসাহিত্যের প্রতি ঝুঁকছে
গ) দালান-কোঠার চেয়ে মাটির ঘর শহুরেদের পছন্দ ঘ) নাগরিক সভ্যতার বন্দিদশা থেকে মানুষ মুক্তি চায়
১৩। ‘একহাত বোল্লা বারো হাত শিং
ডয়ে যায় বোল্লা ধা তিং তিং’
এটি কোন ধরনের লোকসাহিত্য?
ক) ছড়া
খ) প্রবাদ-প্রবচন
গ) খনার বচন
ঘ) বাঁধা বুলি
১৪। মনমাঝি তোর বইঠা নেরে আমি আর বাইতে পারলাম না—এ কোন ধরনের গান সম্পর্কে লেখকের মন্তব্য কোনটি?
ক) অমূল্য রত্নবিশেষ খ) নৃতত্ত্বের উপকরণ গ) ভূয়োদর্শনের পরিপক্ব ফল ঘ) সরস প্রাণের জীবন্ত উৎস
১৫। পল্লিসাহিত্য প্রবন্ধে ঘুম পাড়ানি গান ও ছড়া সম্পর্কে লেখকের মন্তব্য— ‘এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস’ কারণ—
i. ভাষা ও ছন্দে প্রাণে বসন্ত ii. অর্থ ও তাৎপর্যপূর্ণ iii. বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i I ii খ) ii I iii
গ) i I iii ঘ) i, ii I iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর --- ১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. খ।
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।

মিনহাজ একবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে একটি লোকজ অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠানের বিষয় ও তাৎপর্য উপলব্ধি করে সে বুঝতে পারে আমাদের লোকজ সাহিত্যসম্পদের আকর। তাই সে এগুলো সংগ্রহ ও প্রচারের জন্য তৎপর হয়ে ওঠে।

১৬. উদ্দীপকের বক্তব্যে তোমার পঠিত কোন রচনার আবহ পরিস্ফুট?

ক. পয়লা বৈশাখ           

খ. নিয়তি

গ. পল্লিসাহিত্য

ঘ. সুভা

১৭. উক্ত পঙ্ক্তিতে ফুটে উঠেছে

র পল্লিসাহিত্য সম্পদের গুরুত্ব

রর  লোকজ রেওয়াজ

ররর সংস্কৃতির ধারা চর্চা

নিচের কোনটি সঠিক?

ক. র      খ. রর

গ. ররর                 ঘ. র, রর ও ররর
১৬৷  গ
১৭৷ ক

১৮। পল্লীসাহিত্যের আদর করে কারা ?
ক) পাড়াগাঁয়ের লোকেরা খ) মাঝিমাল্লার দল
গ) কবিসাহিত্যিকেরা ঘ) সকলে
১৯। পল্লীসাহিত্য প্রবন্ধ ও প্রবন্ধের আলোচনায় কয়টি প্রবাদের উল্লেখ করা হয়েছে?
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
২০। ১৯৩৯ সালে মৃত্যুবরণ করেন কে?
ক) মুহাম্মদ শহীদুল্লাহ
খ) রোঁমারোঁলা
গ) দীনেশচন্দ্র সেন
ঘ) ‘খ’ ও ‘গ’ উভয়ই
২১। ‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ’ গল্পটির ঘটনাস্থল কোথায়?
ক) আরব দেশ খ) ইউরোপ
গ) চীনদেশ ঘ) আফ্রিকা
২২। নিচের কোন উদ্ধৃতিটি সরস প্রাণের জীবন্ত উৎস?
(র) রোদ হচ্ছে পানি হচ্ছে খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে
(রর) এক হাত বোল্লা বারো হাত শিং, উড়ে যায় বোল্লা ধা তিং তিং
(ররর) মনমাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর
২৩। কোনটি কারো কাছে পচা জঘন্য, আবার কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না?
(ক) পাড়াগাঁয়ের জীবন
(খ) শহুরে সাহিত্য
(গ) ইউরোপ-আমেরিকার জীবন
(ঘ) পল্লীসাহিত্য
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাপ্পী ফুটবল খেলায় পারদর্শী। কপাটি খেলা, দাঁড়িয়াবাঁধা এসব খেলা তার জানা নেই। অথচ বাপ্পীর বাবা-মায়ের কাছে এসব প্রাণের খেলা। কিন্তু আজকালকার ছেলেরা এসব পছন্দ করে না।
২৪। উদ্দীপকে বাপ্পীর ফুটবল খেলার প্রচলনেÑ
র) বাংলার প্রাচীন খেলা লোপ পাচ্ছে
রর) পল্লীর মানুষ অনেক আধুনিক হচ্ছে
ররর) মানুষ বাঁধাবুলি ভুলে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) রর
২৫। উক্ত দিক/দিকগুলো বাপ্পীর বাবা-মায়ের কাছেÑ
র) নাড়ির স্পন্দন
রর) ঐতিহ্যের স্বাক্ষর ররর) শৈল্পিক উপাদান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর
উত্তর : ১৯. ঘ, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. ক, ২৪. গ, ২৫. ক।
২৬। আমাদের রূপকথাগুলি ইউরোপের কোন অঞ্চলের পল্লী রমণীরা তাদের নাতি-পোতাকে শোনাচ্ছে?
ক) লিথোনিয়া খ) যাভা
গ) সিংহল ঘ) সুমাত্রা
২৭। ছেলে-মেয়েরা কথায় কথায় কোনটি বলে থাকে?
(ক) প্রবাদ (খ) ছড়া
(গ) বাঁধা বুলি (ঘ) খনার বচন
২৮। কোনটি নাগরিক সাহিত্যের অন্তর্ভুক্ত?
(ক) রাজ-রাজরার কথা
(খ) পল্লী গৃহস্থ ও কৃষকদের কথা
(গ) জেলে-মাঝির কথা
(ঘ) উপরের সবগুলো
২৯। বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সর্বপ্রথম কত বঙ্গাব্দে সাহিত্যের দরবারে তুলে ধরা হয়?
(ক) ১২২৭ (খ) ১৩৩৪
(গ) ১৩৮৭ (ঘ) ১২৬৪
৩০। নিচের কোনটি গানের অফুরন্ত ভাণ্ডাররূপে পল্লীর মাঠে, ঘাটে ছড়ানো ছিল না?
(ক) ভাটিয়ালি (খ) সারি
(গ) জারি (ঘ) মারফতি

📝লেখক: মজিবুর রহমান মিথুন

       আমি কি কাউকে গালি দিয়েছি


SHARE THIS

এই ওয়েবসাইটে প্রকাশিত সাহিত্যাংশ, লেখা, সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, অডিও ও ভিডিও লেখকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন।

0 Please Share a Your Opinion.: