Monday, April 6, 2020

আমার জন্ম ও বেড়ে উঠা একটা রক্ষণশীল মুসলিম পরিবারে।

আমার জন্ম ও বেড়ে উঠা একটা রক্ষণশীল মুসলিম পরিবারে। আমার দাদাভাই মাওলানা আব্দুল মান্নান ওয়াজেদী ছিলেন আমাদের এলাকার বিখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ও উনার চাচা মৌলভী আব্দুর রহমানের হাতে গড়া বোয়ালিয়া বাতেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

দাদাভাই তার মেধা,নিরলস শ্রম,যোগ্য পরিচালনা ও নিষ্ঠা দিয়ে মাদ্রাসাটাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। একটানা ৪০ বছর তিনি মাদ্রাসাকে আগলে রেখেছিলেন পরম মমতায় সন্তান স্নেহে। আমাদের পুরো উপজেলায় এই মাদ্রাসা আলো ছড়িয়েছে।

SHARE THIS

এই ওয়েবসাইটে প্রকাশিত সাহিত্যাংশ, লেখা, সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, অডিও ও ভিডিও লেখকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন।

0 Please Share a Your Opinion.: