Monday, April 13, 2020

দাও না প্রভু মাফ - আনিসুর রহমান

দাও না প্রভু মাফ
- আনিসুর রহমান 

আল্লাহ্ তুমি এই করোনা
গজব তুলে নাও
বিশ্বে শান্তি দাও
তোমার দয়ার বৃষ্টিফোটা
জমিনে ঝরাও।

আমরা অদম পাপিতাপি
বান্দা তোমার সব
কষ্টে আছি ভব
নাও না তু্লে বিপদবালা
ওগো প্রিয় রব।

পাপে মজে আমরা শুধু
যাচ্ছি করে ভুল
হারাচ্ছি দুই কূল
শক্তি সাহস দাও না প্রভু
আঁকড়ে ধরি মূল।

তোমার দয়ার ছায়া যদি
আমরা নাহি পাই
বলো কোথায় যাই
তুমি বিনে মালিক জানি
অন্য কউ তো নাই।

গোনাহ্ হতে চাচ্ছি ক্ষমা
দিলটা করে ছাফ
দাও না প্রভু মাফ
দিও না গো কষ্ট মোদের
গজব অগ্নিতাপ। কিন্তু
ছুলবে পিঠের ছাল।

📝লেখক: আনিসুর রহমান

       ময়মনসিংহ, বাংলাদেশ

SHARE THIS

এই ওয়েবসাইটে প্রকাশিত সাহিত্যাংশ, লেখা, সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, অডিও ও ভিডিও লেখকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন।

1 comment: