ছুলবে পিঠের ছাল
- আনিসুর রহমান
জিহ্বা তোদের লম্বা কেনো
স্বভাবটা খাই খাই
খুব পেয়েছিস লাই,
লাজলজ্জা বলতে তোদের
কিচ্ছু বাকী নাই।
ত্রাণের মালে বাড়াস কেনো
কালো লোভী হাত
দিনকে ভাবিস রাত,
কেমন করে বুঝবো আমরা
তোরা মানুষ জাত!
সমাজসেবার মুখোশ পড়ে
করিস যতো ছল
দুর্নীতি গা'র বল,
ক্ষুধারজ্বালায় নিঃস্ব দুখির
ঝরে চোখের জল।
তোদের মত বজ্জাত গুলো
পড়িস নেতার সাজ
হয় না ভালো কাজ,
ক্ষমতা আর দাপট দেখাস
গড়িস লুটের রাজ।
সেবার নামে ভন্ডামি আর
করবি কতোকাল
হারাম টাকায় লাল,
আমজনতা জাগলে কিন্তু
ছুলবে পিঠের ছাল।
স্বভাবটা খাই খাই
খুব পেয়েছিস লাই,
লাজলজ্জা বলতে তোদের
কিচ্ছু বাকী নাই।
ত্রাণের মালে বাড়াস কেনো
কালো লোভী হাত
দিনকে ভাবিস রাত,
কেমন করে বুঝবো আমরা
তোরা মানুষ জাত!
সমাজসেবার মুখোশ পড়ে
করিস যতো ছল
দুর্নীতি গা'র বল,
ক্ষুধারজ্বালায় নিঃস্ব দুখির
ঝরে চোখের জল।
তোদের মত বজ্জাত গুলো
পড়িস নেতার সাজ
হয় না ভালো কাজ,
ক্ষমতা আর দাপট দেখাস
গড়িস লুটের রাজ।
সেবার নামে ভন্ডামি আর
করবি কতোকাল
হারাম টাকায় লাল,
আমজনতা জাগলে কিন্তু
ছুলবে পিঠের ছাল।
0 Please Share a Your Opinion.: