Monday, April 13, 2020

এবারের বৈশাখ - আনিসুর রহমান

এবারের বৈশাখ
- আনিসুর রহমান

চুপচাপ পুরো দেশ
থমথমে পরিবেশ
এবারের বৈশাখে,
পাখিরাও শোকাবহ
ডাকে না যে অহরহ
বসে ঠিক ঐ শাখে।

জীবনের ঝুঁকি তাই
উল্লাস কারো নাই
করোনার প্রভাবে,
আজ এতো দুর্ভোগ
জমদূত অণুরোগ
আমাদের স্বভাবে।

মনে জাগে শুধু ভয়
বৈশাখী হাওয়া বয়
ঢাক তবু বাজে না,
নাচানাচি বাড়াবাড়ি
মিলেমিশে নরনারী
সঙ কেউ সাজে না।

মানুষের কোলাহল
নেই রঙ ঝলোমল
রমনার বটমূল
বৈশাখের আগমন
চুপিচুপি বলে মন
কষ্টের জটখোল।

📝লেখক: আনিসুর রহমান

       ময়মনসিংহ, বাংলাদেশ

SHARE THIS

এই ওয়েবসাইটে প্রকাশিত সাহিত্যাংশ, লেখা, সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, অডিও ও ভিডিও লেখকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন।

1 comment:

  1. Let's use MyAirtel Application! Use my referrer link: https://airtelsc.page.link/3gYmPuTuLQh6zxRr6

    ReplyDelete