চাল চুরি
- আনিসুর রহমান
লাজ লজ্জার মাথা খেয়ে
করিস কেনো চাল চুরি,
সেই সে মালে খুব আয়েশে
খাস যে আহা ঝালমুড়ি।
গরীব দুখির ন্যায্য পাওনা
করিস ত্রাণের মাল চুরি,
সেই মালেতে ফূর্তি করিস
হাসি থাকে গালজুড়ি।
গোসত্ পোলাও রুটি খাবি
মন চাইলে ঠিক ডালপুরি,
দু'চোখ বুজে করিস তোরা
তিল থেকে সে তাল চুরি!
ভাবিস আহা মরবে না তুই
করবে চিরকাল চুরি,
জেনে রাখিস ছাড় পাবে না
আসবে যখন কালঘুরি।
করিস কেনো চাল চুরি,
সেই সে মালে খুব আয়েশে
খাস যে আহা ঝালমুড়ি।
গরীব দুখির ন্যায্য পাওনা
করিস ত্রাণের মাল চুরি,
সেই মালেতে ফূর্তি করিস
হাসি থাকে গালজুড়ি।
গোসত্ পোলাও রুটি খাবি
মন চাইলে ঠিক ডালপুরি,
দু'চোখ বুজে করিস তোরা
তিল থেকে সে তাল চুরি!
ভাবিস আহা মরবে না তুই
করবে চিরকাল চুরি,
জেনে রাখিস ছাড় পাবে না
আসবে যখন কালঘুরি।
0 Please Share a Your Opinion.: